CLOCK

Friday, January 9, 2015

বারমুডা ট্রায়াঙ্গেল

এই বিশ্বজগতে এমন অনেক কিছুই আছে যার রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে মানুষ তার চিন্তা শক্তি  দিয়ে নানা রকম চিন্তা করে এর সম্পরকে কিছু বলার চেষ্টা করেছে। বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভূজ নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল, যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ায় কথা বলা হয়। অনেকে মনে করেন ঐ সকল অন্তর্ধানের কারণ নিছক দূর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দূর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হল কোন অতিপ্রকৃতিক কোন শক্তি বা ভিন্নগ্রহের কোন প্রানীর  উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে , যেসব দূর্ঘটনার উপর ভিত্তি করে বারমুডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল, কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে এমনকি কিছু দূর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দূর্ঘটনার কোনই পার্থক্য নেই তাদের মধ্যে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এই ত্রিভূজ সম্পর্কে  তার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেছেন যে তার নাবিকেরা এখানে আলোর নাচানাচি দেখেছেন। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞ্ররা মত প্রকাশ করেছেন যে, নাবিকেরা যে আলো দেখেছেন তা হলো স্থানীইয় নাবিকদের নৌকায় রান্নার কাজে ব্যাবহৃত আগুন।




 বিস্তারিত............... Coming soon.

Related Post

পৃথিবী

TIN GOENDA SERIES

SUNIL GANGULY BOOK

 

 

No comments:

Post a Comment