CLOCK

Thursday, January 8, 2015

পৃথিবী

আমাদের এই সুন্দর ধরনী। সৃস্টিকর্তা কতইনা যত্নে পরম করুনায় নিখুত ভাবে  সৃস্টি করেছেন এই পৃথিবীকে। সেই আদিকাল থেকে পৃথিবী সৃস্টির রহস্য নিয়ে গবেষনা করেছেন কত বিজ্ঞানী। তাদের এই গবেষনার ফল হিসেবে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি মহাবিশ্বের এই সুন্দরতম গ্রহ সম্পর্কে। আরও অনেক কিছুই জানার বাকি আছে এই নীলগ্রহ সম্পর্কে। তারমধ্য থেকে কিছু শেয়ার করলাম আপনাদের জন্য  সর্বাপেক্ষা অধিক ঘনত্ত যুক্ত এবং ৮ টি গ্রহের মধ্যে ৫ম গ্রহটি হলো পৃথিবী। পৃথিবী শব্দটি সংস্কৃত। এর ভর- ৫.৯৮×১০২৪ কিগ্রাঃএর প্রায় ৩২.১% লৌহ, ৩০.১% অক্সিজেন, ১৫.১% সিলিকন, ১৩.৯% ম্যাগনেসিয়াম, ২.৯% সালফার, ১.৮% নিকেল, ১.৪% অ্যালুমিনিয়াম এবং বাকী ১.২% অন্যান্য পদার্থ দ্বারা গঠিত। তবে পৃথিবীর কেন্দ্রভাগের গঠন কিছুটা ভিন্ন; এর প্রায় ৮৮.৮% ভাগই লৌহ। এছাড়া আছে নিকেল (৫.৮%) ও সালফার (৪.৫%)।
এটি সুর্য্য থেকে দুরত্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে।এর অপর নাম "নীলগ্রহ"। লাতিন ভাষায় এর নাম টেরা (Terra). ৪৫৪ কোটি বছর আগে পৃথিবী গঠিত হয়। এক বিলিয়ন বছরের মধ্যেই পৃথিবীর বুকে প্রানের আবিরভাব ঘটে।     এখানে দেখুন



No comments:

Post a Comment